ঠাকুরগাঁওয়ে যুব অধিকার পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯৩ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য ঠাকুরগাঁও জেলা শাখার ৯৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো। কমিটিতে মো. জুয়েল রানাকে সভাপতি, মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মো. সাদেকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাওসার আহম্মেদ সেহান, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, আসাদুর জামান, মোক্তারুল ইসলাম, আনসারুল ইসলাম, নাজমুল ইসলাম, নুরশাদ আলী, সাকিল ও পারভেজ ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রাছেল ইসলাম, তুহিন পারভেজ, জামিল হোসেন, দুলাল হোসেন, কামাল হোসেন, সোহেল খান নিরব, হৃদয়, নুরজামাল, বিপুল রায়, হুমায়ুন কবির, সোহেল রানা মহসিন ও সাদ্দাম হোসেন।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তুহিন, ফারুক হোসেন, মোহাম্মদ সুহেল, শাহিনুর ইসলাম, জহরুল ইসলাম, মোশাররফ, মাসুদ রানা পারভেজ, সবুজ আলী, মারুফ আলী ও রনি ইসলাম।
কমিটিতে দপ্তর সম্পাদক জুলফিকার আলী, উপ-দপ্তর সম্পাদক আল ইমরান জাহিদ ও মুকুল ইমতিয়াজ, অর্থ সম্পাদক আরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ তুহিন পারভেজ, ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম।
কার্যকারী সদস্যরা হলেন- বিনো পাল, বুলু কিসকু, পারভেজ ইসলাম, সাইদুর রহমান, মিজান, মোহাম্মদ তাজেমুল, নাঈম, শ্রী বুদ্ধি রায়, মাসুদ রানা, মোকসেদ আলী, মো. রাজু, আবু বক্কর সিদ্দিক, আতিকুর রহমান আতিক, ইয়াকুব আলী, রাজু ইসলাম, সাইফুল ইসলাম, তোফায়েল ইসলাম, মো. আলামিন, সোহেল রানা, সাজু ইসলাম, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান বাদল, ফজলে রাব্বী, ইকবাল হোসেন, আব্দুল মালেক, জয়ন্তী রায়, জাহাঙ্গীর ইসলাম, মো. রফিক, মো. মামুন, মো. মাহফুজ, আনোয়ার, আজিজুল, রানা, মনতাজুল ইসলাম, সুমন, রকি, কাউসার, মাসুম বিল্লাহ, হারিসুর, শহিদুল ইসলাম, জমির উদ্দিন, সোহেল রানা, শফিক মাহমুদ, নাজিম উদ্দীন, আসাদুজ্জামান, জসিম উদ্দিন, সোহেল রানা, শাহাজান আলী, জগদিস রায়, বিশ্বনাথ রায় ও রাজেন রায়।
এমজেইউ