সাঁতরে ডাকাতিয়ার মাঝখানে গেলেও ফিরতে পারলেন না করিম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়কুল টোরাগর সেতুর নিকটবর্তী ডাকাতিয়া নদীর মাঝ থেকে আবদুর করিম (২৬) নামে এ যুবকের মরদেহ উদ্ধার করে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
করিম হাজীগঞ্জ পৌরসভার ৮নং টোরাগড় এলাকার ফকির বাড়ির দাইম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করত।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জাকির হোসেন বলেন, দুপুরে করিম বড়কুল টোরাগর সেতুর ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। সে সাঁতরিয়ে নদীর মাঝখানে চলে যায়। এক পর্যায় সাঁতরিয়ে তীরে আসার সময় মাঝ নদীতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বিকেলে ৫টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে সহায়তা করে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শরীফুল ইসলাম/এমএএস