রাতে হঠাৎ বিস্ফোরণ, স্থানীয়দের দাবি আ.লীগের গুপ্ত হামলা

ঠাকুরগাঁও সদর উপজেলার কাচারি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের লোকজন গোপনে হামলা চালাচ্ছে।
এ ঘটনার পর থেকে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আজ রাত সাড়ে ৯টার দিকে বাজারের স্কুল মাঠে হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলের যায়। স্থানীয় লোকজন বলছে, এটা ককটেলের শব্দ। তবে আমাদের ধারণা পাশেই একটা বিয়ে হচ্ছে হয়তো বিয়ে বাড়ির পটকার শব্দ। ফাঁকা জায়গায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখনেই শিউর কিছু বলা যাচ্ছে না।
রেদওয়ান মিলন/এমএ