ফোনে বিয়ে, স্ত্রীকে দেখার আগেই সৌদি প্রবাসীর মৃত্যু

মাস তিনেক আগে ফোনে বিয়ে করেন সৌদি প্রবাসী মোসলেম ওরফে মুসা (৩২)। দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত মুসা বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের কোড়ালিয়া এলাকার বাসিন্দা মোস্তফা মাঝির ছেলে।
গত ৭ ফেব্রুয়ারি সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মুসা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে কর্মের সন্ধানে মুসা সৌদিতে যান। পরে নিজে একটি গাড়ি কিনে সেখানে ভাড়ায় চালিয়ে উপার্জন করতেন। গত তিন মাস আগে পরিবারের সম্মতিতে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের আরেক সৌদি প্রবাসীর মেয়েকে তিনি মোবাইল ফোনে বিয়ে করেন। বিয়ের বাকি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এবং নববধূকে ঘরে তুলতে চলতি মাসের ২৩ তারিখ মুসার দেশে ফেরার কথা থাকলেও সড়ক দুর্ঘটনায় সব তছনছ হয়ে যায়।
মুসার বড় ভাই সৌদি প্রবাসী হিরু জানান, ভাড়ায় চালিত গাড়িতে গত শুক্রবার এক যাত্রী নিয়ে মুসা সৌদির রিয়াদ থেকে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা যাত্রীর মৃত্যু হয় এবং পুলিশ গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার।
আব্দুল আলীম/এমএ