অপারেশন ডেভিল হান্ট : খুলনায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৩

খুলনায় অপারেশন ডেভিল হান্টে ইউপি সদস্য আবু সাঈদ বিশ্বাসসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আবু সাঈদ বিশ্বাস কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কনটিজেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অবৈধ অস্ত্র ব্যবসা, বনদস্যুদের অস্ত্র সরবরাহ, বনদস্যুদের খাবার সরবরাহ এবং সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সিন্ডিকেট পরিচালনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় ইউপি সদস্য আবু সাঈদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকিরা হলেন- জাহিদুল ইসলাম জাহিদ (৩৪), নাছির হাওলাদার (৫৩), মাসুম রহমান শেখ, মুস্তাকিম বিল্লাহ লনি (৩৮), মো. নাসির শেখ (৫০), রাকিবুল ইসলাম অনিক (১৯), মো. আব্দুল্লাহ শেখ (১৯), মো. হৃদয় খাঁন (১৯), মো. হেমায়েত ফরাজী (৫২), শহিদুল ইসলাম শাহীন (৩৫) এবং মো. সরোয়ার হোসেন (৪৭)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। খুলনা মহানগরীর অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মিলন/এমএ