‘যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ আর দেশে ফিরবে না। যারা আওয়ামী লীগ করে তারা কখনো ভাববেন না আবার রাজনীতি করতে পারবেন। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গোয়ালন্দ উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে রাজবাড়ীতে ছয়বারের এমপি কাজী কেরামত কি উন্নয়ন করেছে? হাজার হাজার মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। তাই সামনে আমাদের অনেক কাজ। সব ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে রাজবাড়ী জেলাসহ গোয়ালন্দকে এগিয়ে নিতে যেতে হবে।
গোয়ালন্দ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম মোল্লার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু প্রমূখ বক্তব্য রাখেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে