পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আটক

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে ভজনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ।
জানা যায়, আলমগীর কবীর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। গত ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তাকে কী মামলায় আটক করা হয়েছে তা জানা যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, গতকাল শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এসকে দোয়েল/আরকে