সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুতের ঘটনায় প্রায় ৮ ঘণ্টা সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর সকাল ৯টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলস্টেশন সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণ তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনার অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হওয়ায় রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনার পেছনের কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে সিলেটের পারাইচক এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি। ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে এবং বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকেটমূল্য ফেরত দেওয়া হচ্ছে। সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসাকালীন এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছায় সকাল ৯টায়। এরপর বেলা ১১টার পর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যেটি সকাল ৬টা ১৫মিনিটে যাওয়ার কথা ছিল। এছাড়া সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে জয়ন্তিকা ট্রেন যথাসময়ে যাত্রা করে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক এলাকায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। এরপর সিলেট থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে প্রবেশ করেনি। এরপর রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয় সকাল ৯টায়।
মাসুদ আহমদ রনি/আরকে