পিরোজপুরে ডেভিল হান্টে ১০ দিনে গ্রেপ্তার ৩৯

অপারেশন ডেভিল হান্টে পিরোজপুরে ১০ দিনে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরে ডেভিল হান্ট অভিযানে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার চিরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টু, কাউখালী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সঞ্জয় শীল, পিরোজপুর সদর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. তানভীর আহামদ, মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. বাবু শরীফসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মাদ আবু নাসের ঢাকা পোস্টকে বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে থানা পুলিশ, ডিবি, র্যাব-৮, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৫৪টি অভিযানে বিভিন্ন নাশকতা ও মাদক মামলায় ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ১০ দিনে ডেভিল হান্টের পাশাপাশি অভিযানের সময় গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলার ৫১ জন আসামিসহ মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ডেভিল হান্ট অপারেশন উপলক্ষ্যে পিরোজপুর জেলায় প্রতিদিন ১১টি চেকপোস্ট ও ১৬টি পুলিশি টহল চলমান রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
শাফিউল মিল্লাত/এমজেইউ