রুমায় বাসের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্র নিহত

বান্দরবানের রুমা উপজেলায় বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার সাইফুলকে আটক করেছে পুলিশ।
নিহত স্কুলছাত্র মথি ত্রিপুরা ২নং সদর ইউনিয়নের আনন্দ পাড়ার স্থানীয় বাসিন্দা রুদ্রিয়া ত্রিপুরা ছেলে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার সময় স্কুলের সামনে দিয়ে যাওয়া বাসের ধাক্কায় লুটিয়ে পড়ে চতুর্থ শ্রেণির ছাত্র মথি ত্রিপুরা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিকটস্থ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ড্রাইভার মো. সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাফেজঘোনা এলাকার বাসিন্দা। ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
মো. শহীদুল ইসলাম/এএমকে