রাষ্ট্রপতির ষড়যন্ত্রে এটিএম আজহারের মুক্তি হচ্ছে না : মাসুদ সাঈদী

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামী শাসনামলে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের নিবন্ধন পুনর্বহাল ও কারাবন্দি সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাসুদ সাইদী বলেন, এটিএম আজহারকে যে ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছিল, সেই সাক্ষ্যতে সাক্ষী বলেছিল তারা নাকি একজন দেড় কিলোমিটার দূর থেকে, একজন তিন কিলোমিটার দূর থেকে, আরেকজন ছয় কিলোমিটার দূরে থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাকসেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এ রকম গাঁজাখোরি সাক্ষ্যর মাধ্যমে যে বিচার পরিচালিত হয় ওই বিচারের কপালে ঝাড়ু মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না, ওইসব কুলাঙ্গার বিচারপতিরও ফাঁসি দাবি করছি।
তিনি বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন, আমরা পরীক্ষা দিচ্ছি। মেহেরবানি করে আমাদের ধৈর্যের চ্যুতি ঘটাবেন না। আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। একই সঙ্গে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারও দয়ায় পাইনি, কারো দয়ায় চাইও না। আমারা আমাদের অধিকার আদায় করে নেব। আমাদের মার্কাও আদায় করে নেব।
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কৃষ্ণচূড়া মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে এসে শেষ হয়। এতে উপস্থিত নেতা কর্মীরা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
শাফিউল মিল্লাত/আরএআর