কাফির বিপ্লবী সরকারের ডাক প্রত্যাহার, সিআইডির তদন্ত শুরু

বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিজেই সাংবাদিকদের অবগত করেছেন।
নুরুজ্জামান কাফি বলেন, আমার দেওয়া সাত দিনের আল্টিমেটামের সময়সীমা শেষ হলেও ঘটনার কোনো সমাধান হয়নি। এর ফলে মামলাটি সিআইডিতে (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ট্রান্সফার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরও সময় নিয়েছি।
তিনি আরও বলেন, আর মাত্র দুই দিন পর ২১ ফেব্রুয়ারি। এই দিনটি সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি আপাতত সময় নেব। তবে আমি আগামী রোববার পটুয়াখালী ডিসি (জেলা প্রশাসক) অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে নতুন সিদ্ধান্ত জানাব।
আরও পড়ুন
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাফির পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কাফি ঘটনাটি সরকারের কাছে দ্রুত সমাধান চেয়ে সাত দিনের আল্টিমেটাম দেন এবং যদি এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করা হয় ও বাড়ি পুনর্নির্মাণ না করা হয় তাহলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের ওসি মো. জুয়েল ইসলাম জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যা পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডি তদন্ত শুরু করেছে।
এসএম আলমাস/এমজেইউ