বরগুনায় রাতভর অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক

বরগুনার পাথরঘাটা উপজেলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ ও কোস্ট গার্ড সদস্যদের যৌথ অভিযান তাদের আটক করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর-রশীদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। আটকরা হলেন—মোঃ রোমান (৩৫), হাফিজুর রহমান মনির (৪৫) এবং মোঃ কবির (৪৪)। এরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী বলে জানিয়েছেন কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫ টা থেকে রাতভর পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
কোস্ট গার্ড সুত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালনার নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় পাথারঘাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। নাশকতা সৃষ্টি পরিকল্পনা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা ও পুলিশের সদস্যরা অংশ গ্রহণ করেন। এ সময় পাথারঘাটার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ওই তিন নেতাকর্মীকে আটক করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এইচ এম এম হারুন অর-রশীদ বলেন, নাশকতা সৃষ্টির একটি পরিকল্পনা চলছিল এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত তিন জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ আব্দুল আলীম/এসএমডব্লিউ