আরসিআর ‘বর্ষসেরা রিপোর্টার’ পুরস্কার পেলেন ঢাকা পোস্টের ফারুক

রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর ‘বর্ষসেরা রিপোর্টার-২০২৪’ পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক। অনলাইন মিডিয়া (নিউজ পোর্টাল) ক্যাটাগরিতে স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
এছাড়াও ইলেক্টট্রনিক মিডিয়া (টেলিভিশন) ক্যাটাগরিতে এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, প্রিন্ট মিডিয়া (পত্রিকা) ক্যাটাগরিতে মানবজমিনের স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল, স্থির চিত্রগ্রাহক (পত্রিকা) ক্যাটাগরিতে কালের কণ্ঠ’র রংপুর অফিসের স্টাফ ফটোসাংবাদিক আদর রহমান ও ভিজ্যুয়াল চিত্রগ্রাহক (টেলিভিশন) ক্যাটাগরিতে এখন টিভির রংপুর ব্যুরো অফিসের স্টাফ চিত্রসাংবাদিক আশিকুর রহমান আশিক।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের বিনোদন স্পট ভিন্ন জগতে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সেখানে রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর’র আয়োজনে ‘নতুন বাংলাদেশে নতুন দিগন্তে সাংবাদিকতা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।
এদিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর’র আজীবন সদস্য ও মাহিগঞ্জ কলেজ অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, আজীবন সদস্য ও কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রউফ, ক্লাবের সভাপতি শাহ্ বায়েজীদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিনিয়র সহ-সভাপতি এসএম ইকবাল সুমন, সাবেক সভাপতি আব্দুল হালিম আনছারী ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ।
বর্ষসেরা রিপোর্টার নির্বাচনের জন্য পাঁচ ক্যাটাগরিতে ৪৮টি প্রতিবেদন জমা দেন অংশগ্রহণকারীরা। তাদের মধ্য থেকে সেরা পাঁচজনকে পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল/ডা. মাহবুবুর রহমানের ‘রিং বাণিজ্য’’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্বাস্থ্যখাতসহ ওই চিকিৎসকের নানা অনিয়ম, দুর্নীতির ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট। এরই প্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই প্রতিবেদনের জন্য ফরহাদুজ্জামান ফারুককে ‘বর্ষসেরা রিপোর্টার-২০২৪’ পুরস্কার প্রদান করে রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর।
ফরহাদুজ্জামান ফারুক ২০১৩ ও ২০১৫ সালে দুইবার পিআইবি সেভ দ্য চিলড্রেন শিশুপাতা পুরস্কার পান। ২০২১ সালে ‘বন্ধু বিভাগীয় মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ‘সেরা অনুসন্ধানী প্রতিবেদন’ পুরস্কার অর্জন করেন। ক্রীড়া প্রতিবেদনের জন্য উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি সম্মাননা-২০২৩ এবং মানবিক সাংবাদিকতার জন্য বাংলার চোখ অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন। বিভিন্ন সময়ে উত্তরবাংলা, বাংলামেইল, দাবানল, রিপোর্টার্স ক্লাব রংপুর ও মফস্বল সাংবাদিক ফোরামের সেরা রিপোর্টারের পুরস্কার লাভ করেন।
এছাড়াও নির্বাচন বিষয়ক রিপোর্টিংয়ে সমষ্টি ফেলোশিপ-২০২৩; ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেন্ডার সেনসিটিভ রিপোর্টিং ফেলোশিপ-২০২৩, নিউজ নেটওয়ার্কের নির্বাচন বিষয়ক রিপোর্টিংয়ে ফেলোশিপ-২০২৩, জানো প্রকল্প’র পুষ্টি-স্বাস্থ্য ও জেন্ডার সচেতনতা বিষয়ক রিপোর্টিংয়ে ফেলোশিপ-২০২৪ এবং দি হাঙ্গার প্রজেক্ট’র সহিংসতা প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি বিষয়ক রিপোর্টিংয়ে ফেলোশিপ-২০২৪ অর্জন করেন।
ফরহাদুজ্জামান ফারুক ২০০৪ সালে স্থানীয় ‘সাপ্তাহিক তুফান’ পত্রিকায় লেখালেখির মধ্যদিয়ে সাংবাদিকতার হাতেখড়ি নেন। এর পরের বছর থেকে দৈনিক দাবানলের কলেজ প্রতিনিধি হিসেবে রিপোর্টিং শুরু করেন। এরপর সেখানেই শহর প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, শিশুপাতার বিভাগীয় সম্পাদক, সহ-বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক এবং পরিকল্পনা ও বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক হিসেবে চার বছর ধরে কাজ করছেন। এছাড়া স্থানীয় দৈনিক সকালের বাণীতে তিনি পরিকল্পনা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
তিনি স্থানীয় সংবাদমাধ্যম ছাড়াও নিউজ পোর্টাল অর্থসূচক, বাংলামেইল, ব্রেকিংনিউজ, গোনিউজ, সোনালীনিউজ, বার্তা২৪.কম এবং আলোকিত সময়, আমাদের সময়, আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, আজকালের খবর পত্রিকায় রংপুর থেকে কাজ করেছেন।
ফরহাদুজ্জামান ফারুক সাংবাদিকতার পাশাপাশি অভিনয়, আবৃত্তি এবং উপস্থাপনা করেন। সংবাদ অনুবাদক ও অভিনয়শিল্পী হিসেবে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথেও যুক্ত আছেন তিনি। পেশাদার সাংবাদিক হিসেবে রংপুর প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনে রয়েছেন।
ফরহাদুজ্জামান ফারুক/এসএমডব্লিউ