অনুমোদনহীন ৩১৩২ লিটার সয়াবিন তেলসহ আটক ২

পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুমোদনবিহীন ৩ হাজার ১৩২ লিটার সয়াবিন তেলের বোতলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাঝ গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাঝগ্রাঝ গ্রামের ইউসুফ আলীর ছেলে ইব্রাহিম আজিজ রুবেল (৩৬) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রাকিব হাসান (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাঝ এলাকার একটি বাড়ি হতে অনুমোদনবিহীন ৩১৩২ লিটার সয়াবিন তেলসহ দুইজনকে আটক করা হয়। আটকের সময় ফাইন/টরি/ডায়মন্ড ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতল পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ তেলের খালি বোতল ও বিভিন্ন কোম্পানির লেবেল জব্দ করা হয়। আটকরা অনুমোদনবিহীন এসব সয়াবিন তেল পঞ্চগড়সহ আশপাশের বাজারে অবৈধভাবে বিক্রি করে আসছিল।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, অনুমোদনবিহীন সয়াবিন তেলের বোতল বিভিন্ন নাম ব্যবহার করে বাজারে বিক্রির জন্য মজুদ করার সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১৩২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সন্ধ্যায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসকে দোয়েল/এমজেইউ