অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রংপুর নগরীতে ব্যাটারিচালিত অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মঞ্জুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঞ্জুরুল ইসলাম পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার কিশামত রসূলপুর গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের ছোট ভাই গিয়ে মরদেহ শনাক্ত করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মরিচবোঝাই একটি অটোবাইক নিয়ে সিটি বাজারের উদ্দেশে রওনা হন মঞ্জুরুল ইসলাম। মিঠাপুকুর থেকে ফুলবাড়ি মহাসড়ক হয়ে রংপুুুর নগরীর দর্শনা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় অটোবাইকটি। এতে ঘটনাস্থলেই মারা যান মঞ্জুরুল ইসলাম। এ সময় অটোবাইকচালক গুরুতর আহত হন।
ওসি আমিরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত মঞ্জুরুল ইসলাম কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তিনি প্রায়ই অটোবাইকে করে রংপুরে সবজিসহ কাঁচামাল নিয়ে আসতেন। নিহতের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এসপি