লিবিয়ায় লোক পাঠানো দালালের কাছ থেকে ৬০ লাখ টাকা ছিনতাই

মাদারীপুরের রাজৈরে হাসান শেখ (৩৫) নামে লিবিয়ায় লোক পাঠানো এক দালালের কাছ থেকে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজৈর উপজেলার শংকরদী পাট্টাবুকা গ্রামে টেকেরহাট-শাখারপাড় সড়কের ওপরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাসান শেখ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের মৃত শাজাহান শেখের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হাসানের ব্যবসায়ীক পার্টনার শের আলী।
হাসান শেখের দাবি- শংকরদী গ্রামের মৃত মজিবর শেখ ওরফে গলাকাটা মজিবরের ছেলে সোহেল শেখ তার দলবল নিয়ে এ ছিনতাইকাণ্ড ঘটিয়েছে।
পরিবার, ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে ৬০ লাখ টাকা নিয়ে উমারখালীর বাড়িতে আসেন হাসান। বৃহস্পতিবার টাকাগুলো একটি সিমেন্টের বস্তার তৈরি বাজারের ব্যাগে করে মোটরসাইকেল যোগে ব্যাংকে জমা দেওয়ার জন্য টেকেরহাট নিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা তিনজন ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে শংকরদী গ্রামের সোহেলসহ তার দলের সদস্যরা। এ সময় হাসানের কাছে থাকা ৬০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
হাসান শেখের চাচাতো ভাই শাহা আলী ও চাচা নূর মোহাম্মদ শেখ বলেন, সকালে ওরে (হাসান) একজন ফোন দিয়ে বলছে টাকা নিয়ে তাড়াতাড়ি আসেন। পরে গুজগাজ কইরা আরও দুইজন সাথে নিয়া টেকেরহাটের দিকে রওনা দেন। টাকাগুলো গোনার সময় আমি (নূর মোহাম্মদ শেখ) উপস্থিত ছিলাম। হয়তো নতুন গাড়ি কিনবে সেই টাকা। গতকাল (বুধবার) রাতে ঢাকা থেকে ৬০ লাখ টাকা আনছিল। ছোট দুই ভাই ইতালি থেকে টাকা পাঠায়, আবার ব্যবসার টাকাও ছিল।
হাসান শেখের বোন উর্মি আক্তার বলেন, আমার ভাই (হাসান) গাড়ির ব্যবসার টাকা লেনদেন করে। এছাড়া বাজে কোনো কিছু করে না।
বদরপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নাজির বয়াতি জানান, লিবিয়ায় লোক পাঠায় হাসান। লিবিয়ায় ৬ জন লোক ধরা পড়ছে, জনপ্রতি সাড়ে ১০ লাখ করে টাকা দেওয়া লাগবে। কিন্তু ১০ লাখ করে নিয়ে গেছিল। ৬ জনের মোট ৬০ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য যাইতেছিল। এ সময় গলাকাটা মজিবরের ছেলে সোহেল তার দলবল নিয়ে রাস্তার ওপর গাছের টুকরা ফেলে ছিনতাই করে পালিয়ে যায়। সোহেলের সাথে পাট্টাবুকা গ্রামের হাকিম মুন্সী ও মিজান কাজীসহ ছিল বলে জানা গেছে।
ভুক্তভোগী হাসান শেখ বলেন, দুই ভাই ইতালি থেকে ঢাকায় আমার ভাগনের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। সেই টাকা আর ভাগনের কাছ থেকে কিছু ধার আনছিলাম। গতকাল (বুধবার) রাতে ঢাকা থেকে ৬০ লাখ নিয়ে বাড়ি এনে রাখছিলাম। আজ টাকাগুলো নিয়ে মাহিন্দ্র গাড়ি (ট্রাক্টর) কেনার জন্য যশোর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এ সময় আমার ব্যবসায়ী পার্টনার শের আলীসহ ইমন নামে আরেকজন ছিল। শংকরদী গ্রামের গলাকাটা মজিবরের ছেলে সোহেল ও তার লোকজন রাস্তা থেকে সব টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত হবে, তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন কিছু বলা যাচ্ছে না।
আকাশ আহম্মেদ সোহেল/আরএআর