সংস্কার এবং বিচারের আগে কোনো নির্বাচন হবে না : মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালিম পালিয়েছে কিন্তু জুলুম এখনো পালায়নি।
তিনি আরও বলেন, দেশের মানুষের ওপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাক্ষণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নিজেদের অপকর্মের কারণে জনরোষে পড়ে ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মহান আল্লাহ বলেছেন যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের, ফাসেক ও জালিম। তাই আগামীতে ইসলামপন্থিদের পক্ষে থাকতে হবে।
তিনি আরও বলেন, বিগত স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা এবং বৈষম্যমূলক দেশ গড়া। কিন্তু মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে একদলীয় শাসন কায়েম করে আওয়ামী লীগ। শুধু তাই নয়, চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিল।
উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং-ব্রাক্ষণপাড়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।
আরিফ আজগর/এমজেইউ