১৭ বছর কারাবাসের পর নিজ এলাকায় পিন্টু

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর নিজ এলাকা টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আবদুস সালাম পিন্টুকে নিজ এলাকার নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। সংবর্ধনাস্থলে প্রিয় নেতাকে দেখতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। ভূঞাপুর পৌর এলাকা নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আবদুস সালাম পিন্টু বলেন, আপনাদের মাঝে ফিরে আসতে পারব ভাবিনি। আপনাদের দোয়া ও মহান আল্লাহর রহমতে আবার ফিরে আসতে পেরেছি। কারাগারে থাকা অবস্থায় সবসময় মৃত্যুর প্রহর গুনেছি।
কারাবাসের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মঞ্চে থাকা নেতাকর্মীদের আবেগাপ্লুত দেখা যায়।
আবদুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে। লড়াই এখনো শেষ হয়নি। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের কারাগারে গুম অবস্থায় মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে কারাগারে অনিশ্চিত জীবন কাটিয়েছেন আবদুস সালাম পিন্টু। অংশগ্রহণ করতে পারেননি মমতাময়ী মায়ের জানাজায়।
এমজেইউ