সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে চাচাকে খুন করেছেন ভাতিজা। জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহিন আহমদ (৩৫) নামের ওই যুবক। তিনি হরিপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে।
শনিবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন একই গ্রামের খুনি শরিফ উদ্দিন।
জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের শাহিন আহমদ ও শরিফ উদ্দিন পাশাপাশি বাড়ির বাসিন্দা ও সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের মধ্যে আর্থিক লেনদেন ছিল। এর জের ধরে শনিবার কথা কাটাকাটির একপর্যায়ে শরিফ উদ্দিন ধারালো ছুরি দিয়ে শাহিন আহমদকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদ মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদীর বলেন, আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এ খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ খুনিকে গ্রেফতারে অভিযানে নেমেছে।
সাইদুর রহমান আসাদ/এমএসআর