জ্বালানি তেলের দোকানে আগুন, হৃদরোগে ব্যবসায়ীর মৃত্যু

নিজের জ্বালানি তেলের দোকানে আগুন দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আওয়াল (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ বাজারে আওয়ালের দোকানে আগুন লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দুপুরে তিনি হাসপাতালে মারা যান।
আব্দুল আওয়ালের বাড়ি পবা উপজেলার ভুগরইল গ্রামে। তিনি সাড়ে চার থেকে পাঁচ বছর ধরে মাদারীগঞ্জ বাজারে জ্বালানি তেল বিক্রি করছিলেন।
স্থানীয়রা জানান, আব্দুল আওয়াল দোকানে পেট্রোল, ডিজেল, অক্টেন বিক্রি করতেন। বিক্রিকালে বিভিন্ন সময় তেল পড়ে তার দোকানের মেঝে স্যাঁতসেঁতে হয়েছিল। সকালে হঠাৎ করে কোনোভাবে আগুন লেগে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। অনেকের ধারণা-কারও সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে দোকানের আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মালিক আওয়াল। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
সকালে অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দা জাকির হোসনের সাবমারসিবলের (পানি তোলার পাম্প) পানি দিয়ে আগুন নেভানো হয়।
জাকির হোসেন বলেন, হঠাৎ করে আগুন আগুন বলে স্থানীয়রা চিৎকার দেন। দ্রুত পানি দিয়ে আগুন নেভানো হয়। এ সময় আব্দুল আওয়াল অসুস্থ হয়ে পড়েন।
বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে দোকান পুড়ে যাওয়া দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন।
শাহিনুল আশিক/আরএআর