ফরিদপুরে কাভার্ড ভ্যানের চাপায় গৃহবধূ নিহত

ফরিদপুরে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওষুধ পরিবহনে নিয়োজিত কাভার্ড ভ্যানের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি এলাকার কৃষি কলেজ সংলগ্ন সানি তেলের পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ইতি বেগম (৪০)। তিনি ডোমরাকান্দি গ্রামের বাসিন্দা জহর আলীর স্ত্রী।
করিমপুর হাইওয়ে পুলিশে সূত্রে জানা গেছে, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ওষুধবোঝাই একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো: ন-২০-১১০৬) ফরিদপুর থেকে ঝিনাইদহে যাচ্ছিল। সানি তেলের পাম্পের সামনে যাওয়ার পর ইফতারের পূর্বমুহূর্তে তাড়াহুড়া করে রাস্তা পার হওয়া ইতি বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহির হোসেন/এমজেইউ