লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রাজমিস্ত্রির

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (১৮) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট পৌরসভা-মহেন্দ্রনগর বাইপাস সড়কের ফায়ার সার্ভিস রোডে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল খালেক লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর মন্ডলটারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরে রাজমিস্ত্রির কাজ শেষে বাইসাইকেলযোগে ফায়ার সার্ভিস রোডে বাড়ি ফিরছিলেন আব্দুল খালেক। ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মহেন্দ্রনগরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
নিয়াজ আহমেদ সিপন/এসপি