অতিরিক্ত দামে তেল-সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরার শ্রীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত তেল ও ডিএফপি সার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) উপজেলার নাকোল বাজারে চালানো অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় নানা অনিয়মের কারণে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করে।
অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় নাকোল বাজারে অভিযান পরিচালনা করে। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত তেল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় অন্তিকা ট্রেডার্সের মালিক লিপন কুমার সাহাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
অন্যদিকে, সার বিক্রির মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত দামে সার বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বিএডিসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্সের মালিক লিটন সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
তাছিন জামান/এসএসএইচ