বরগুনায় ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনার পাথরঘাটায় উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩০ লাখ টাকার মাছ শিকারে ব্যবহৃত অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে কাউকে আটক করা যায়নি।
বুধবার (৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিষখালীসহ পাথরঘাটার বিভিন্ন নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাথরঘাটায় কিছু অসাধু জেলেরা অবৈধ জাল দিয়ে বিভিন্ন এলাকার নদীতে মাছ শিকার করেন। এমন সংবাদের ভিত্তিতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরঘাটার বিষখালী নদীর লালদিয়া চর থেকে শুরু করে বলেশ্বর নদীর চরদুয়ানী এলাকা পর্যন্ত অভিযানে ৪২টি বেহুন্দী, ১৮টি চরঘেরা দুয়ারী, ৩টি মশারী নেট বেহুন্দী জাল জব্দ করা হয়।
জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে পাথরঘাটা পৌরসভার কোস্ট গার্ড অফিস সংলগ্ন বিষখালী নদীর পাড়ে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল হক বলেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে কোস্ট গার্ডের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এআইএস