তিতাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় ব্যাংক কর্মকর্তা হাসপাতালে

কুমিল্লার তিতাসে পূর্বশত্রুতার জেরে মনির হোসেন (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার ওপর হামলা চালিয়েছেন মো. আলাউদ্দিন নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও তার সাঙ্গপাঙ্গরা।।
গত বছরের ১৮ নভেম্বর রাতে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় মারাত্মক আহত হয়ে মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মনির হোসেনের বড় ভাবি ফারিয়া আক্তার শ্যামলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরও ৪-৫ অজ্ঞাত করে তিতাস থানায় একটি মামলা করেছেন।
আহত মনির হোসেন বারকাউনিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। তিনি কৃষি ব্যাংকের দাউদকান্দির জুরানপুর শাখার সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত আলাউদ্দিন একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য।
স্থানীয়রা জানান, মনির হোসেন ও আলাউদ্দিন গংদের সঙ্গে আগে থেকেই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে বিরোধ চলছে। মনির হোসেন সোমবার সন্ধ্যায় বাতাকান্দি বাজার থেকে বাড়ি আসার পথে বারকাউনিয়া ব্রিজের ওপর পথরোধ করে ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, রিপন ও লিটন গং হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এতে মারাত্মক আহত হন। হামলায় মনিরের হাত-পা ভেঙে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আলাউদ্দিন বলেন, ৫ আগস্টের পর লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মনির গংরা মারধর করে গুরুতর আহত করে। ওই ঘটনায় আমরা মামলা করেছি। ওই মামলা তুলে নেওয়ার জন্য মনির গংরা আমাদের বাড়িতে হামলা করে। এ সময় উভয়ের মধ্যে মারামারি হয় এবং আমাদের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন আহত হয়েছেন।
তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বারকাউনিয়ায় মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
আরিফ আজগর/এমএএস