মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও, আরও একজন আটক

মাগুরা শহরে শিশু (৮) ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষিপ্ত জনতা। শুক্রবার (৭ মার্চ) বিকেলে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষিপ্ত জনতা মিছিল নিয়ে মাগুরা সদর থানা ঘেরাও করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৫০), স্বামী সজীব শেখের (১৮) পর এবার ভাশুর রাতুল শেখকে (২২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়েশিশুটি রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বোনের বাড়ি মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাত ১০টার দিকে হাসপাতালে শিশুটির সঙ্গে থাকা তার ছোট চাচা ইব্রাহিম শেখ মুঠোফেনে ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে।
শিশুটির চিকিৎসার দায়িত্ব এবং প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন মাগুরার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ইব্রাহিম শেখ তার প্রতি কৃতজ্ঞতা জানান।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ, সজীব শেখ এবং রাতুল শেখকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
তাছিন জামান/এমজেইউ