বিএসএফের থেকে ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের কাছ থেকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত এনেছে বিজিবি। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর ওই দুই বাংলাদেশিকে ফেরত আনা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।
আরও পড়ুন
বাংলাদেশি দুই নাগরিক হলেন শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার ভারতে বিএসফের হাতে আটক হয়। পরে রাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিজিবি তাদেরকে ফেরত আনে।
আব্দুল্লাহ আল মামুন/এএমকে