রাস্তার পাশে পড়ে ছিল টাকার বস্তা!

নাটোরের বনপাড়া বাজারে পাবনা বাসস্ট্যান্ডের পাশে একটি টাকার বস্তা পাওয়া গেছে। রোববার (৩০ মে) সন্ধ্যায় বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কার করতে গেলে বস্তাটি পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী কিছুদিন ধরে অবস্থান করছিলেন। তিন দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কার করতে গিয়ে ওই নারীর রেখে যাওয়া বস্তা খুলে টাকা দেখতে পান।
বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারী কিছুদিন ধরে বনপাড়া বাজারে অবস্থান করছিলেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে রাস্তায় পাওয়া টাকার বস্তাটি তারই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বস্তাটি পৌরসভায় নিয়ে আসেন। গণনা করে বস্তাটিতে মোট ১৬ হাজার ৪২০ টাকা পাওয়া গেছে।
তাপস কুমার/এমএসআর/জেএস