কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে বৃদ্ধ নিহত, তিনজন গুলিবিদ্ধ

কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে হাবিবুল হুদা চৌধুরীর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে তারাবির নামাজের পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুল হুদা ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত শামশুল হুদা চৌধুরীর ছেলে।
আহতরা হলেন- নিহতের বোন কোহিনূর সিদ্দিকা, মেয়ে শবনম তপুরা ও শ্যালিকা খতিজা বেগম।
নিহতের পরিবারের বরাতে ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ইসলামাবাদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকদের সঙ্গে নিহত হাবিবুল হুদা চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। সর্বশেষ তারাবির নামাজের পর চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোক হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। বাধা দিলে হামলাকারীরা গুলিবর্ষণ করেন। এ সময় হাবিবুল হুদাসহ তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাদের আরও তিন নারী গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নিহতের স্ত্রী খুরশিদা বেগম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এই কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। আমার স্বামী হত্যার বিচার চাই।
সাইদুল ইসলাম ফরহাদ/আরএআর