‘রোগীদের বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসকদের সোচ্চার হতে হবে’

বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, বাংলাদেশের রোগীদেরকে বিদেশে চিকিৎসার দিকে তাকিয়ে থাকতে হয়। বিশেষ করে প্রতিবেশি একটি দেশের দিকে। ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে সেই দেশ আমাদের দেশের ভিসা বন্ধ রেখেছে। দেশের সেই সব রোগীদের দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগীদের বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসদেরকে সোচ্চার হতে হবে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, দীর্ঘ সময়ের পর বাংলাদেশের মানুষ মুক্ত বাতাস পেয়েছে। মুক্ত পরিবেশে কথা বলতে পারছে। বঞ্চিত চিকিৎসকরাও আজ মুক্ত পরিবেশে আছে। চিকিৎসকদের ভূমিকা হতে হবে অন্যন্য।
আরও পড়ুন
তিনি আরও বলেন, একজন রোগী এবং তার স্বজনরা একজন চিকিৎসকের কাছে চিকিৎসার পাশাপাশি একটু সহানুভূতি প্রত্যাশা করেন। গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশের সব চিকিৎসককে অবশ্যই রোগীদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। চিকিৎসকদের এমন মানসিকতা থাকতে হবে যেন রোগীদের প্রতি তাদের ভালো আচরণ অব্যাহত থাকে।
ড্যাবের কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরিফ আজগর/এএমকে