করোনা প্রতিরোধে সঠিকভাবে মাস্ক পরার কোনো বিকল্প নেই

করোনা সংক্রমনের শুরু থেকেই নানা ধরণের কর্মযজ্ঞের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। সেই চেষ্টা অব্যাহত রাখতে নিয়মিত মাস্ক ক্যাম্পেইনও চালানো হচ্ছে নগরজুড়ে। এবার মাসব্যাপী মসজিদ, মার্কেট ও শপিংমলভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে মসিক। সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ কার্যক্রমে সহযোগিতা করছে।
সোমবার (৩১ মে) দুপুরে নগরীর নতুন বাজারের মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
পরে ইনডেক্স প্লাজার সবকটি দোকান ঘুরে দেখেন মেয়র। এ সময় দোকানিদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি তাদেরকে সচেতন করেন তিনি।
দোকানিদের উদ্দেশ্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, কোনো ক্রেতা যদি মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করে তাহলে তাদের কাছে কোনো ধরনের পণ্য বিক্রি করবেন না। আপনারাও সব সময় মাস্ক পরিধান করবেন। করোনার সংক্রমণ শূন্যে নামিয়ে আনা না পর্যন্ত নিজেদের ও দেশের স্বার্থেই আমাদের সবাইকে এই কষ্টটুকু মেনে নিতে হবে।
ঘুরতে ঘুরতে মেয়র একটি দোকানে গিয়ে দেখেন এক বিক্রেতা মাস্ক রেখেছেন তার থুতনিতে। এ সময় তাকে উদ্দেশ করে মেয়র বলেন, মাস্ক তো কোনো তাবিজ নয় যে হাতে বা গলায় ঝুলিয়ে রাখবেন। মাস্ক রাখতে হবে যথাযথ স্থানে। যেন করোনা আমাদের সংক্রমিত করতে না পারে। করোনাকে কার্যকরভাবে প্রতিরোধে সঠিকভাবে নিয়মিত মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। তাই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধির বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকশানা শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুর হক, সেভ দ্য চিল্ড্রেনের ম্যানেজার ডা. শামসুন নাহার, ডকুমেন্টেশন শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মসিক জানায়, এ কার্যক্রমের আওতায় আঞ্জুমান ঈদগাহ জামে মসজিদ, স্টেশন জামে মসজিদ, কাচারি নূর জামে মসজিদ, গাঙ্গিনাপাড় জামে মসজিদ, গাঙ্গিনাপাড় মার্কেট, হকার্স মার্কেট ও বাসাবাড়ি মার্কেটে ১৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে নিয়মিত করোনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উবায়দুল হক/আরএআর