সিভিল সার্জনের গাড়ি চালকের জিম্মায় দেওয়া হলো সেই শিশুকে

রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া দুই মাস বয়সী এক কন্যা শিশুসহ এক নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শিশুটিকে উপজেলা সমাজসেবা দপ্তরের অধীনস্থ শিশু কল্যাণ বোর্ডে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ওই শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের গাড়ি চালকের কাছে হস্তান্তর করে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা।
শিশুসহ আটক ওই নারীর নাম হালিমা আক্তার (২০)। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম-নীতি অনুসরণ করে বিভিন্ন শর্তসাপেক্ষে শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের গাড়ি চালকের জিম্মায় রাখা হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবকের খোঁজ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, জেলা সিভিল সার্জনের গাড়ি চালকের নাম মো. হাফেজ আলী। তিনি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের জয়নাল আবেদিন সরদারের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সোমবার সন্ধ্যার দিকে পাংশার পপুলার ক্লিনিকের সামনে ওই নারীকে শিশুটিকে কোলে নিয়ে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে পাংশা সেনা ক্যাম্পে নিয়ে যান। তবে সেনা ক্যাম্প থেকে তাদের থানায় পাঠানো হয়। থানায় আসার পর আমরা ওই নারীকে শিশুটির বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, ঢাকার কমলাপুর থেকে এই শিশুটিকে তার স্বামী তার কাছে দিয়েছে। তার স্বামী এই শিশুকে কোথায় পেয়েছে তা সে জানে না। সে শিশুটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে।
ওসি আরও বলেন, ওই নারীর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছি তার চুরির অভ্যাস আছে। ধারণা করা হচ্ছে, সে শিশুটিকে কোথাও থেকে চুরি করে এনে বিক্রির চেষ্টা করেছে। শিশুটিকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরের হেফাজতে দেওয়া হয়েছে। ওই নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির পরিবার পাওয়া গেলে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কেউ যদি শিশুটিকে চিনে থাকেন তাহলে ০১৩২০-১০১৪২১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর