১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালীর চৌমুহনীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. কবিরকে (৩৭) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো. কবির রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি চাকরি করেন ওষুধ কোম্পানীতে।
জানা যায়, মো. কবির নোয়াখালী চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকেন। পাশ্ববর্তী ভাড়াটিয়ার ১১ বছরের মেয়েকে একা পেয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ধর্ষণ করেন তিনি। ঘটনাটি স্থানীয়রা দেখে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তের সাথে ভুক্তভোগীর আগে থেকে পাশের বাড়ির মেয়ে হিসেবে পরিচিত ছিল।
গণপিটুনিতে আহত কবিরকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান আছে। ভুক্তভোগীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
হাসিব আল আমিন/এমটিআই