ফেনীতে অবৈধভাবে মাটিকাটা বন্ধে মধ্যরাতে অভিযান, ৬টি ট্রাক জব্দ

ফেনী সদর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটিকাটা বন্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত দুইটি স্কেভেটর অকেজো ও ৬টি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলার মোটবী ও লেমুয়া ইউনিয়নে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটিকাটা বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে মোটবী ও লেমুয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটিকাটার কাজে ব্যবহৃত দুইটি স্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি ও বালি পরিবহন করে। চলাচলের সময় রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্টের দায়ে ৬টি ট্রাক জব্দ করা হয়। পরে স্কেভেটরগুলো অকেজো করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, জব্দকৃত ট্রাক ৬টি হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফসলি জমির মাটিকাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তারেক চৌধুরী/আরকে