ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি

সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। সাতটি স্থানকে স্পর্শকাতর হিসেবে বিবেচনায় নিয়ে এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি দেওয়া হয়েছে মোটরসাইকেল টহল টিম।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, বর্তমানে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে জনগণের অবৈধ গমনাগমনের মাধ্যমে ভাইরাসটি বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে অবৈধ গমনাগমন প্রতিরোধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকার দূরত্ব বিবেচনা করে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল হিসেবে মোটরসাইকেল টহলের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করে পরিচালিত ভ্রাম্যমাণ টহল কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করে বর্তমানেও অব্যাহত রাখা হয়েছে। সীমান্তে এ পর্যন্ত ৫৯০টি ভ্রাম্যমাণ টহল পরিচালনা করে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এসপি