বরগুনায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

বরগুনার তালতলী উপজেলায় মো. ফরহাদ হোসেন তাওহীদ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মো. বাদল নামে এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই পরীক্ষার্থী বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এতে আহত তাওহীদের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। এর আগে রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে তালতলী উপজেলার দক্ষিণ মালিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হাতুড়িপেটার শিকার এসএসসি পরীক্ষার্থী ফরহাদ হোসেন তাওহীদ তালতলীর দক্ষিণ মালিপাড়া নামক এলাকার বাসিন্দা আব্দুল মালেক মুসল্লির ছেলে। তিনি এ বছর তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
স্বজন সূত্রে জানা যায়, রোববার রাতে তাওহীদ তার সহপাঠীদের সঙ্গে একত্রে প্রাইভেট পড়ে একটি অটো গাড়িতে বাসায় ফিরছিলেন। এ সময় বাসার কাছাকাছি এলে অভিযুক্ত বাদলের সঙ্গে আরও কয়েকজন মিলে হাতুড়ি ও ইট দিয়ে তাওহীদের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর আহত করেন। পরে টের পেয়ে স্বজনরা ছুটে এসে আহত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে তলতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ওই এসএসসি পরীক্ষার্থীর বড় ভাই সাগর মুসল্লী ঢাকা পোস্টকে বলেন, প্রাইভেট শেষ করে সহপাঠীদের সঙ্গে তওহিদ বাড়িতে ফিরছিল। এ সময় তাদের সঙ্গে এক অটোরিকশা চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে পাশ থেকে বাদল তাদেরকে হুমকি ধামকি দিয়ে চলে যেতে বলে। এরপর বাড়ির কাছে এলে তাওহীদের সঙ্গে থাকা একজনকে পেছন থেকে এসে মারধর করেন বাদলসহ আরও কয়েকজন। এ সময় তাওহীদ বাধা দিলে তাকে বেয়াদব বলে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে আহত করেন। আগামীকালকে তাওহীদের ইংরেজি পরীক্ষা কিন্তু আহত অবস্থায় পরীক্ষা দিতে পারবে কিনা তা বলতে পারছি না।
এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল ঢাকা পোস্টকে বলেন, ফরহাদ হোসেন তাওহীদ নামে এক এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা জেনেছি। তবে ভুক্তভোগীর পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আব্দুল আলীম/আরকে