ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠিতে অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষক-পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলার ৫টি কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে নলছিটি উপজেলার ভরতকাঠী জি.আর. মাধ্যমিক বিদ্যালয়ে চারজন পরীক্ষার্থী ও আটজন শিক্ষক, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুইজন পরীক্ষার্থী, কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসায় একজন পরীক্ষার্থী ও দুইজন শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাজিল মাদ্রাসায় তিনজন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষক এবং রাজাপুর উপজেলার রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুইজন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।
আরও পড়ুন
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে জেলার ৩১টি কেন্দ্রে মোট ১১ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও দ্বিতীয় দিনে ১৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে গাফিলতির কারণে একজন কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মো. শাহীন আলম/এএমকে