ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সভাপতি মোস্তফা ও সেক্রেটারি শামীম

ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কমিটির আত্মপ্রকাশ হয়েছে। আগামী এক বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম রানা। গত শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল।
তিনি জানান, চলতি বছরের গত ১৩ মার্চ কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও আলোচনা সভার সিদ্ধান্ত ক্রমে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কমিটি গঠন করার লক্ষ্যে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আনোয়ার আহম্মেদ, সদস্য কৃষিবিদ মো. ইউনুস আলীসহ ১১ জন সদস্য গত ২৫ মার্চ অনুষ্ঠিত সভায় সবার সর্বসম্মতিক্রমে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কমিটির আগামী ১ বছরের জন্য মোস্তফা কামালকে সভাপতি ও শামীম রানাকে সাধারণ সম্পাদক করে মোট ১০৪ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
তিনি আরও জানান, শুক্রবার বিকেলে ঢাকার মোহাম্মদপুর হুমায়ুন রোডে সংগঠনের কার্যালয়ে সকলের উপস্থিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ করা হয়।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নের পাশাপশি জেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থেকে সংগঠনের উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ, ঠাকুরগাঁও জেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ছাত্রকল্যাণ ও জনস্বার্থ মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ঠাকুরগাঁওয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে। নতুন নতুন সৃজনশীল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন হোক আমাদের অঙ্গীকার। এই সংগঠনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের সঙ্গে একটি সুন্দর ভ্রাতৃত্ব, ঐক্য ও মেলবন্ধন তৈরি করবে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শামীম রানা বলেন, ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ হলো ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের ঐক্যের কণ্ঠস্বর। একসাথে চলাই আমাদের শক্তি,ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ তার প্রমাণ। সম্মিলিত প্রয়াসই উন্নয়নের মূল চাবিকাঠি, আর আমাদের অঞ্চল তার জ্বলন্ত উদাহরণ হিসেবে থাকুক।
রেদওয়ান মিলন/এমএএস