বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আহত আজাদের ছোট ভাই ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটসায় পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বারী এবং শিবিরের সাবেক নেতা আল আমিন, নুরুল হক ও আব্দুল মোমিন।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, মামলায় জামায়াত ও শিবিরের ১৫ জন নেতার নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতোমধ্যে পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
আরএআর