সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- স্থানীয় বাসিন্দা মো. মেনহাজের মেয়ে আলফা খাতুন (৪) ও মো. আলহাজের ছেলে হোসেন আলী (৫)। তারা দুজন সম্পর্কে চাচা ও ভাতিজি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার ছলে শিশুরা বাড়ির পাশে একটি পুকুরের ধারে যায়। একপর্যায়ে তারা পুকুরে পড়ে গেলে দীর্ঘ সময় তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা পুকুরে খুঁজতে গিয়ে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। শিশু দুটির এমন করুণ মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে আহাজারি। বাবা ও মায়ের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম।
সলঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে এমন খবর পেয়েছি। সলঙ্গা থানা পুলিশের একটি টিম ইতিমধ্যে রওয়ানা হয়েছে।
আরএআর