বরগুনায় শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল হালিম বরগুনা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরগুনা নামক এলাকার বাসিন্দা মোশারফ মোল্লার ছেলে। গ্রেপ্তার হালিম মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর হালিম মোল্লা বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারি বরগুনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলাসহ বিস্ফোরক ও মাদক আইনে দুটি এবং অন্যান্য ধারায় আরও চারটি মামলা রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই হালিম মোল্লা বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তার হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মোট ৯টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেপ্তার হালিম মোল্লাকে আজ আদালতে পাঠানো হবে।
মো. আব্দুল আলীম/এমএন