চাঁদপুরে ডিজিটাল সেবায় ভাতার আওতায় ১ লাখ ৮৯ হাজার মানুষ

চাঁদপুরে সমাজসেবা কার্যালয়ের ডিজিটাল সেবা পাচ্ছে ১ লাখ ৮৯ হাজার ভাতাভোগী অসহায় মানুষ। আগামী ৩০ জুনের মধ্যেই ভাতাভোগীদের টাকা পর্যায়ক্রমে হাতে পৌঁছে যাবে। বুধবার (২ মে) চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার বিষয়টি জানিয়েছেন।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ভাতার টাকা তুলতে এখন আর লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না কাউকে। ভাতার টাকা চলে যাচ্ছে নিজ নিজ মোবাইল নম্বরে। আর এই কাজটি করছে মোবাইল ব্যাংকিং নগদ ও ব্যাংক এশিয়া। সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণের সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
চাঁদপুরের আটটি উপজেলার ভাতা ভোগীদের পরিসংখ্যান হচ্ছে- কচুয়া উপজেলায় মোট ভাতাভোগীর সংখ্যা ৩২৯৫৭ জন। এর মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৮১৮৩ জন, বিধবা ভাতাভোগী ৮৩৮০ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ৬২৪২ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১৫২ জন।
মতলব দক্ষিণ উপজেলার মোট ভাতাভোগী ১৭৮৫৬ জন। এর মধ্যে বয়স্কভাতা ভোগী ১০৫০০ জন, বিধবা ভাতাভোগী ৫১৬৫ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ২১১৮ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৭৩ জন।
মতলব উত্তর উপজেলায় মোট ভাতাভোগী ২৮৬০৪ জন। এর মধ্যে বয়স্ক ভাতাভোগী ১৭২৫৪ জন, বিধবা ভাতাভোগী ৭৪৫৬ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ৩৮০৬ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা পাচ্ছেন ৮৮ জন।
শাহরাস্তি উপজেলায় মোট ভাতাভোগী ২১৩৭৫ জন। এর মধ্যে বয়স্ক ভাতাভোগী ১১৪৪৯ জন, বিধবা ভাতাভোগী ৫৭৩৮ জন , প্রতিবন্ধী ভাতাভোগী ৩৯৮৭ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ২০১ জন।
চাঁদপুর পৌরসভায় মোট ভাতাভোগী ৫৩৭৭ জন। এর মধ্যে বয়স্ক ভাতাভোগী ৩১১৫ জন, বিধবা ভাতাভোগী ৮২৯ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ১৩৮৫ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৪৮ জন।
সদর উপজেলায় মোট ভাতাভোগী ১৮৯৪৩ জনের এর মধ্যে বয়স্ক ভাতাভোগী ১১৭২৪ জন, বিধবা ভাতাভোগী ৩১৭৩ জন , প্রতিবন্ধী ভাতাভোগী ৩৯৪৪ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১০২ জন।
ফরিদগঞ্জ উপজেলায় মোট ভাতাভোগী ২৫০৫৬ জন। এর মধ্যে বয়স্ক ভাতাভোগী ১৫৯৩৩ জন, বিধবা ভাতাভোগী ৪৩৮০ জন , প্রতিবন্ধী ভাতাভোগী ৫১০৩ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১৮০ জন।
হাইমচর উপজেলায় মোট ভাতাভোগী ১১২৭০ জন। এর মধ্যে বয়স্ক ভাতাভোগী ৬৬৯০ জন, বিধবা ভাতাভোগী ৩১৬০ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ১৩৭২ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৪৮ জন।
হাজীগঞ্জ উপজেলায় মোট ভাতাভোগী হলো ২৮৪৮৩ জন। এর মধ্যে বয়স্ক ভাতাভোগী ১৫৯৮৮ জন। বিধবা ভাতাভোগী ৮০৯৬ জন , প্রতিবন্ধী ভাতাভোগী ৪২৭২ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১২৭ জন। এই সুবিধাভোগীরা জিটুপি পদ্ধতিতে ভাতা পাচ্ছেন।
সেই প্রেক্ষিতে চাঁদপুর জেলার চারটি উপজেলা (কচুয়া, শাহরাস্তি, মতলব উত্তর এবং মতলব দক্ষিণ) ও চাঁদপুর পৌরসভায় জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং নগদ এবং চারটি উপজেলায় (সদর, ফরিদগঞ্জ, হাইমচর ও হাজীগঞ্জ) এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়ার মাধ্যমে চলতি ২০২০-২১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১ লাখ ৮৯ হাজার ৯২১ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ১২৪ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে।
চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার ঢাকা পোস্টকে বলেন, আগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার টাকা প্রচলিত ব্যাংকের মাধ্যমে প্রদান করা হতো। ফলে ভাতাভোগীদের ব্যাংকে নিজ খরচে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে ভাতার টাকা গ্রহণ করতে হতো। এতে ভাতাভোগীদের চরম ভোগান্তি পড়তে হত। আগামী ৩০ জুনের মধ্যেই ১ লাখ ৮৯ হাজার ভাতাভোগী অসহায় মানুষ ডিজিটাল সেবা পাবেন। কাজটি সম্পাদনে জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, ইউডিসি, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে।
শরীফুল ইসলাম/আরএআর