শ্যামনগরে ফের পুকুর থেকে ৩৮ দেশীয় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে আবারও পুকুরের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি রামদা ও ৩৪টি হাসুয়া।
মঙ্গলবার (২২ এপ্রিল) শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
জেলা স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ বিল্লাল গাজীর মালিকানাধীন একটি পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
আরও পড়ুন
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার ভেতর লুকানো দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রামদাগুলোর দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট এবং কাঠের বাট সংযুক্ত হাসুয়াগুলোর দৈর্ঘ্য প্রায় দুই ফুট।
তিনি আরও বলেন, কে বা কারা এই অস্ত্রগুলো সেখানে রেখেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি উদঘাটনে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর আগে, গত রোববার শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুর থেকে বস্তাভর্তি ৩৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছিল পুলিশ।
ইব্রাহিম খলিল/এএমকে