সাদুল্লাপুর থানা থেকে অটোরিকশার ব্যাটারি চুরি

গাইবান্ধায় এবার থানা চত্বর থেকেই চুরি হয়েছে আটক করা অটোরিকশার ব্যাটারি। সম্প্রতি জেলার সাদুল্লাপুর থানায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী ওই অটোরিকশার মালিক আশিক মিয়া। চালক আশিক সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধনাঘড়া নারায়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
পুলিশ সুপারের কাছে করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, চলতি মাসের ৪ এপ্রিল বিকেলে সাদুল্লাপুর উপজেলার হাসপাতাল রোডের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশা দুর্ঘটনা ঘটে। এসময় ৯৯৯ এর ফোন পেয়ে দুটি গাড়ি থানায় নিয়ে যায় সাদুল্লাপুর থানার পুলিশ। তবে, দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাড়িটি ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরে অজ্ঞাত কারণে পুলিশ আর গাড়িটি ছাড়েনি বলে উল্লেখ করা হয়। এর মধ্যেই রিকশাটির ব্যাটারি চুরি হয়ে যায়।
চালক আশিক বলেন, সেদিন দুর্ঘটনার পর আমি নিজেই অটোটি চালিয়ে থানায় নিয়ে এসেছি। অটোতে থাকা চারটি ব্যাটারির মধ্যে এখন একটি ব্যাটারিও নেই। তিনি দাবি করেন, ঘটনার পর থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি ব্যাটারি কিনে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত টালবাহানা করেই চলেছেন।
তবে এ ব্যাপারে জানতে চাইলে থানা থেকে অটোর ব্যাটারি চুরির বিষয়টি অস্বীকার করেন সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজ উদ্দিন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, একটি দুর্ঘটনার ঘটনায় অটোটি আটক করে থানায় আনা হয়েছে। অটোটি আমাদের হেফাজতে আছে। আমরাতো অটো বুঝিয়ে দেইনি এবং ব্যাটারি চুরি হয়নি। সেদিনের দুর্ঘটনায় আহত হয়েছেন এক নারী। তিনি এখনো পঙু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানিয়েছেন সুস্থ হয়ে ফিরে এসে লিখিত অভিযোগ করবেন।
মূলত অটোচালক গাড়িটি চেয়ে না পেয়ে ভুল বুঝে মিথ্যা অভিযোগ করেছেন। দুর্ঘটনায় আহত নারী এসে লিখিত অভিযোগ করবেন। তারপরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো যোগ করেন ওসি।
রিপন আকন্দ/এমএএস