‘রাজনৈতিক দলের সঙ্গে সাধারণ মানুষের একাত্মতা আন্দোলনকে সফল করেছে’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাধারণ মানুষের একাত্মতা জুলাই-আগস্ট আন্দোলনকে সফল করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, দেশের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি-জামায়াত-এনসিপি-এবি পার্টি-গণতন্ত্র মঞ্চ, বিভিন্ন ইসলামী দলসহ গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক পক্ষের ঐকমত্য জরুরি। ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদের বিচার, রাষ্ট্রীয় সংস্কার, আইনশৃঙ্খলার উন্নতির মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে।
গতকাল শনিবার ফেনী শহরের একটি কনভেনশন হলে গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা, প্রেক্ষাপট ও সংস্কারের তরঙ্গে বদলে যেতে উন্মুখ ফেনী শীর্ষক নাগরিক সভা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জনগণের অধিকার কেড়ে নিলে পালিয়ে যেতে বাধ্য হতে হয় উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যারা জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণ ঐক্যবদ্ধ হলে তারা একসময় পালিয়ে যেতে বাধ্য হয়। আজ ফেনীসহ দেশের প্রায় সব জেলার বড় বড় আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে গেছেন। পাড়া-মহল্লায় আওয়ামী লীগের যেসব নেতারা আছেন তাদের মাথা নত হয়ে আছে। অথচ কিছুদিন আগেও তাদের দাপটে মানুষ কথা বলতে পারেনি।
তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। আমরা বিশৃঙ্খলা চাই না, চাই ন্যায়সংগত বিচার ও খুনি লুটেরাদের শাস্তি।
ফেনি জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ ফেনী
এসময় এবি পার্টির ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুল বাকী, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/এমএ