ফুলগাজীতে বাসের ধাক্কায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

ফেনীর ফুলগাজীতে বাসের ধাক্কায় মহিউদ্দিন তমাল (২৫) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্ধুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তমাল ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তমাল বিকেলে মোটরসাইকেলে চালিয়ে ফেনী শহর থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্ধুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহমুদুল হাসান নামে নিহতের এক সহপাঠী বলেন, পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে তমাল সবার ছোট সন্তান ছিলেন। ফেনী শহরের একাডেমি এলাকায় বোনের বাসায় দুপুরের খাবার খেয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার এমন আকস্মিক মৃত্যুতে সকলে বাকরুদ্ধ।
এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুল করিম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তারেক চৌধুরী/এমএএস