ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট আরও বেড়েছে

পণ্যবোঝাই কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সৃষ্ট যানজট আরও বেড়েছে। এছাড়া চট্টগ্রামমুখী লেনে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১ মে) ভোরে সৃষ্টি হওয়া এই যানজট দুপুর ১টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে কুমিল্লা অংশ ছাড়িয়ে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে পৌঁছেছে।
যানজটে আটকা যাত্রী ও চালকরা ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। দুপুর দেড়টায় প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে।
জানা যায়, এর আগে বৃহস্পতিবার ভোরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় ৩৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে গেলেও কাভার্ডভ্যানটির চেয়ে রেকারের ধারণক্ষমতা কম থাকায় সরাতে ব্যর্থ হয় পুলিশ। পরে সকাল ১০টার দিকে ফেনী থেকে উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন রেকার এনে কাভার্ড্যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম দেখে ঢাকামুখী লেনের চালকরা উল্টো পথে গাড়ি প্রবেশ করান। ফলে যানজট বৃদ্ধি পেতে থাকে। যা ধীরে ধীরে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা ছাড়িয়ে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে পৌঁছায়।
এদিকে যানজটে আটকা দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টায় ঢাকার দিকে যাত্রা শুরু করি। ৯টার দিকে কুমিল্লার নিমসার এলাকায় যানজটে আটকা পড়েছি। ৫ ঘণ্টায় দাউদকান্দি টোলপ্লাজা এলাকা অতিক্রম করে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে এসেছি। গজারিয়া অংশেও প্রচুর যানজট চলছে।
হাইওয়ে পুলিশের দাবি, উল্টে যাওয়া কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে কিছুটা ধীরগতিতে গাড়ি চললেও যানজট নেই।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা পোস্টকে বলেন, ফেনী থেকে রেকার এনে কাভার্ডভ্যানটি সরানো হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আরিফ আজগর/আরকে