আন্তঃনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

আন্তঃনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার হাজারও মানুষ। বৃহস্পতিবার (১ মে) দুপুরে চারঘাটের নন্দনগাছি স্টেশনে দুটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করে উপজেলাবাসী। এ সময় রাজশাহী ও চিলাহাটির মধ্যে চলাচল করা বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল মেল ট্রেন থামিয়ে বিক্ষোভ করা হয়। এতে কিছু সময়ের জন্য ট্রেনটি নন্দনগাছি স্টেশনে থেমে ছিল। পরে আবার নিজ নিজ গন্তব্যে যাত্রা করে ট্রেনগুলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে বন্ধ এই স্টেশনের কোনো কার্যক্রম নেই। লোকাল ও আন্তঃনগর ট্রেন থামে না। পুরো স্টেশনের প্লাটফর্মে ছাউনি আছে। তবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্টপেজ না থাকলেও অনেক সময় ক্রসিং এর জন্য দাঁড়ায় ট্রেন।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, রাজশাহীতে আগামী দুই চার, পাঁচ দিনের মধ্যে একটা ডেট করে আমরা আলোচনার টেবিলে বসব। যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে অবশ্যই আমরা এই নন্দনগাছি দিয়ে ট্রেন চলতে দেব না। এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। তবে আগেই আমরা আন্দোলনে যাব না। উন্মুক্ত আলোচনা করে আমরা তাদের (রেলওয়ে কর্তৃপক্ষ) বোঝাব এই এলাকার দেড় লাখ লোক কষ্ট পাচ্ছে ঢাকা-রাজশাহীতে যাওয়ার জন্য।
তিনি আরও বলেন, বিগত দিনে স্বৈরাচারী সরকার যা করেছে তা আমার বলতে লজ্জা লাগে। এখানে একটা এমপি ছিল বিনা ভোটের, একটা মন্ত্রী ছিল বিনা ভোটের এদের দিয়ে মানুষের কল্যাণ হয়নি। আর নন্দন গাছী বাজারে যারা রিকশা ভ্যানে চাঁদা তুলেন তারা আর তুলবেন না। চাঁদা তুললে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই। এছাড়া সব ট্রেন সময়মতো চলাচল করেছে। বিস্তারিত পরে জানতে পারবেন।
শাহিনুল আশিক/এমএএস