সিলেটে পরকীয়ার জেরে আইনজীবী হত্যা, স্ত্রী গ্রেফতার

সিলেটে আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় স্ত্রী শিপা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরের তালতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য শিপা বেগমের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী। অপর এক আবেদনে নিহতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের অনুমতিও চেয়েছেন তিনি। এ দুটি আবেদনের ওপর আগামী রোববার (৬ জুন) বা সোমবার (৭ জুন) শুনানি হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (১ জুন) পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও গ্রেফতার শিপা বেগমকে দ্বিতীয় আসামিসহ মোট আটজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট আনোয়ার হোসেন নগরের তালতলা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। তার অগোচরে স্ত্রী শিপা বেগমের পরকীয়া সম্পর্ক চলছিল শাহজাহান চৌধুরী মাহি নামে একজনের সঙ্গে। এর জেরেই আনোয়ার হোসেনকে হত্যা করা হয়। তিনি গত ৩০ এপ্রিল সেহরি খেয়ে ঘুমান। পরদিন বিকেল ৩টার দিকে তার স্ত্রী সবাইকে জানান আনোয়ার হোসেন মারা গেছেন।
কিন্তু পরবর্তীতে আনোয়ার হোসেনের পরিবার জানতে পারেন পরকীয়ার জেরে তাকে স্ত্রীসহ কয়েকজন মিলে হত্যা করেছেন। এজন্য গত ১ জুন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। শুনানি শেষে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, শিপা বেগমকে গ্রেফতারের পর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড আবেদনের শুনানি এখনো হয়নি।
তুহিন আহমদ/আরএআর